ইসলামিক কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইসলামিক কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫

সভ্যতার সংকট

গাজার বুকে ইসরাইলের
নব অভিষেক,
অনশনে শ্রান্ত আকাশ
ক্লান্ত কোমল মেঘ।

ঈমান কামান মুখোমুখি
রক্তে ভেজা লাশ,
অস্ত্র দ্বারা করছে ওরা
ইতিহাসের চাষ।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

বেনামাজি কবি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ
সবার সেরা নবী,
জগৎ মাঝে সবচে’ পাপী
আমি অধম কবি।

হিমালয়ের পাহাড় সমান
উঁচু আমার পাপ,
জানি না গো মাওলা আমার
করবে কিনা মাফ।