মরবার মতো একটি সত্যিকার আদর্শ থাকলে মানুষ মরতে কুন্ঠিত হয় না। আদর্শই মানুষকে শক্তি জোগায়।"
-----নিকোলাই অস্ত্রভস্কি
রুদ্ধশ্বাসে শেষ করলাম নিকোলাই অস্ত্রভস্কির 'ইস্পাত' উপন্যাসটি।
বয়সের তুলনায় জীবনে কম উপন্যাস পড়িনি। এদের মাঝে হাতে গুনা কয়েকটি উপন্যাসই অন্তরে আঁক কষতে পেরেছে। সদ্য পঠিত 'ইস্পাত' উপন্যাসটিও যে তাদের তালিকায় নাম লিখিয়ে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।