সকল পরিচিত, অপরিচিত, অর্ধপরিচিত, সদ্য পরিচিত সকল বন্ধুদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অাগাম আন্তরিক শুভেচ্ছা। সকলের জীবনের প্রতিটি দিন হয়ে উঠুক ঈদের দিনের মতোই আনন্দঘন। প্রগাঢ় প্রশান্তির সুকুমার শিখাগ্নিতে পুড়ে যাক যাপিত জীবনের রকমারি যাতনা। ফ্লোরোসেন্ট
স্ট্যাটাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্ট্যাটাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
স্ট্যাটাস-১
সকল পরিচিত, অপরিচিত, অর্ধপরিচিত, সদ্য পরিচিত সকল বন্ধুদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অাগাম আন্তরিক শুভেচ্ছা। সকলের জীবনের প্রতিটি দিন হয়ে উঠুক ঈদের দিনের মতোই আনন্দঘন। প্রগাঢ় প্রশান্তির সুকুমার শিখাগ্নিতে পুড়ে যাক যাপিত জীবনের রকমারি যাতনা। ফ্লোরোসেন্ট
অনুভূতি/স্ট্যাটাস-১
অবশেষে আবিষ্কার করলাম, আমি অটিস্টিক, বুদ্ধি প্রতিবন্ধী। যার যোগ্যতা বলে কিছু নেই, উপস্থিত বুদ্ধি নেই, নেই সত্য বলার সৎ সাহস। যার জীবন শুধু ব্যর্থতার নিরন্ধতায় পরিপূর্ণ। যে কিনা অনাগত ভবিষ্যতের সুখস্বপ্নে বিভোর ছিল এতদিন, আজ যার আশার আভা আঁধারে সেঁধিয়েছে।
অধ্যবসায় আর আশার মিশেলে ছোট্ট ছোট্ট শক্ত ইটের পোক্ত গাঁথুনিতে তৈরি আমার আত্মবিশ্বাসের অাকাশচুম্বি অট্টালিকা রূঢ় বাস্তবতার ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে গেছে।
মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫
শ্মশানচারী
এখন যেখানে বসে আছি এককালে সেটা নাকি শ্মশান ছিল! এখন অবশ্য চারণভূমি। তবে প্রায় রাত্রেই নাকি অদ্ভূত কতক আলোকগুচ্ছ এখানটায় ছুটোছুটি করতে দেখা যায়!!!
তুমুল বাতাস বইছে। মনে হচ্ছে যেন শত সহস্র প্রেতাত্মার একটানা দীর্ঘশ্বাস।
অবসর
অভিজ্ঞতার অপ্রতুলতা ও জ্ঞানের যথেষ্ট সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সবসময় সাধ্যাতীত সুপরিসর শৈল্পিক পোষ্ট করতে চেষ্টা করেছি। স্বল্প হলেও সর্বগ্রহণযোগ্য অন্তত অনুক্ত অমূল্য একটি মেসেজ সংবলিত পোষ্টের আকাঙ্ক্ষা বরাবরই ছিল । অযথা সস্তা বস্তাপচা বুলি কপচানো আমার আত্ম নীতির পরিপন্থী। নিজে অগোছালো আর অপরিপাটি হলেও নিজের টাইমলাইন সদা পরিচ্ছন্ন রাখার পক্ষপাতী আমি।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)