স্বরবৃত্ত ছন্দে রচিত কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বরবৃত্ত ছন্দে রচিত কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫

আদিম প্রাণ


হারিয়ে গেছে আজকে আমার
সকালবেলার সুর,
ঘুমের ঘোরে আর দেখি না
জান্নাতি সব হুর।

আর দেখি না ফুলবাগানে
সদ্য ফোটা ফুল,
বাক্সবন্দি বিবেক আমার
ফুটায় না আর হুল।

রবিবার, ৭ জুন, ২০১৫

মানুষ

আজব দেশের আজব মানুষ
আজব বাড়ি ঘর,
বিবেক নামের চতুর্ভুজে
মস্ত গহ্বর।

মানুষ নামের খোলসগুলো
ফাঁপা বরাক বাঁশ,
চিমসে যাওয়া চামড়া গায়ে
জিন্দা লাশের বাস।

শুক্রবার, ১৫ মে, ২০১৫

৩ টি হাইকু

*হাইকু---১

শব্দদেবতার
কোলাহল ছাপিয়ে আজ
আত্মার দীর্ঘশ্বাস।

*হাইকু---২

দয়িতার ভালে
দয়িতের প্রলম্বিত
বিদায়ী চুম্বন।

*হাইকু---৩

মধুমক্ষিকার
একরাশ সরস হাসি আর
ধূমায়িত চা।

★স্বরবৃত্তে মাত্রা গণনা করা হয়েছে।

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫

সভ্যতার সংকট

গাজার বুকে ইসরাইলের
নব অভিষেক,
অনশনে শ্রান্ত আকাশ
ক্লান্ত কোমল মেঘ।

ঈমান কামান মুখোমুখি
রক্তে ভেজা লাশ,
অস্ত্র দ্বারা করছে ওরা
ইতিহাসের চাষ।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

টোকাই

দুনিয়া নামের আজবঘরে
টোকাই আজব জীব,
আজব আমার খাতার পাতা
নীল কলমের নিব।

ওদের কথা লিখতে বসে
পাই না প্রাণের সায়,
হৃদয় আমার যায় কেঁদে যায়
শব্দশূন্যতায়।

বেনামাজি কবি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ
সবার সেরা নবী,
জগৎ মাঝে সবচে’ পাপী
আমি অধম কবি।

হিমালয়ের পাহাড় সমান
উঁচু আমার পাপ,
জানি না গো মাওলা আমার
করবে কিনা মাফ।

সেদিনগুলো

আবার যদি হতাম ছোট
শুতাম মায়ের কোলে,
ছোট্ট ভুলে ঝড় তুলতাম
দুষ্ট দিদির চুলে।

ষোল আনা দস্যিপানায়
কাটতো আমার দিন,
আজ কেন হায় সুখের ভেলা
দুখের জলে লীন।

বাংলা ভাষা

ফেব্রুয়ারির একুশ তারিখ
আসলো আবার ফিরে,
স্বপ্নচারীর স্বপ্ন কত
বাংলা ভাষা ঘিরে।

এ ভাষার মান রাখলো যারা
কলজে ছেঁচা খুনে,
জিন্দা তারা ধ্রুবতারা
মনের গহীন কোণে।