মুহম্মদ ওমর ফারুক এর রোজনামচা
আমার ছন্নছড়া লেখাগুলো নিয়ে এ ক্ষুদ্র আয়োজন...
পৃষ্ঠাসমূহ
হোম
কবিতা
গল্প
রম্য
অণুকথা
বিবিধ
ছড়া
বিদেহীর ফরিয়াদ (কাব্যগ্রন্থ)
লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷
সকল পোস্ট দেখান
বিদেহীর ফরিয়াদ (কাব্যগ্রন্থ)
লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷
সকল পোস্ট দেখান
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
অাশাহীন সনাতন
সন্ধ্যার অন্ধকার ছাপিয়ে---
দেহ দেবতার ব্যভিচার।
হৃদয়ের রোয়াকে বাজে---
বেদনার এসরাজ।
আরও পড়ুন »
মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫
আদিম প্রাণ
হারিয়ে গেছে আজকে আমার
সকালবেলার সুর,
ঘুমের ঘোরে আর দেখি না
জান্নাতি সব হুর।
আর দেখি না ফুলবাগানে
সদ্য ফোটা ফুল,
বাক্সবন্দি বিবেক আমার
ফুটায় না আর হুল।
আরও পড়ুন »
বন্ধু সে তো
বন্ধু সে তো সুখের সাথী
দুখের অাঁধার তারা,
শব্দসুখে রথের সাথী
মরুর ঝরণা ধারা।
বন্ধু সে তো গোপন আপন
অমর কাব্যকলি,
দেয় গো যেজন জনম তীরে
স্বীয় স্বার্থ বলি।
আরও পড়ুন »
সোমবার, ৪ মে, ২০১৫
ক্ষমা
রাতের আঁধারে মনের মিনারে
ব্যথা বুকে কাঁদি একা,
জানে অন্তর্যামী কত পাপী আমি
কপালে নাই ক্ষমা লেখা।
সেকেলে রাত মিটে না যে স্বাদ
বলছে যে চাঁদ কথা,
হৃদয় চিতায় দাওগো চাপা
মনের সকল ব্যথা।
আরও পড়ুন »
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫
বিদেহীর ফরিয়াদ
আমি যাযাবর চির বর্বর
ভয়াল বিবরে বাস,
বিবেকের বাসা ভাঙিয়া করেছি
পাতকীর পাপ চাষ।
যাপিত জীবনে অতি গোপনে
করেছি গো কত পাপ,
অভিশাপ শত কুড়ায়ে করেছি
সত্যের অপলাপ।
আরও পড়ুন »
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫
বিধাতার আদালতে...
বিধাতার আদালত থেকে বলছি
আমি এক হতভাগা বাঙালি বিদেহী
এক বুক স্বপ্ন যার শ্রাবণের ধারার
মতো ঝরে পড়েছে ভূতলে।
যার অন্তিম চিৎকার হাহাকার
তোলে নি জালিমের হৃদয়ে,
অযাচিত বিধায় পৌছায় নি অবনির
আদালতে।
আরও পড়ুন »
পুরাতন পোস্টসমূহ
হোম
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)