দেশাত্মবোধক কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেশাত্মবোধক কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২০ এপ্রিল, ২০১৫

ভ্রান্তি বিলাস

তরুলতার ফাঁক ফোকরে
সূয্যিমামা ঝিলিক মারে,
কখনো বা গগন চিরে
নীল নীলিমার অশ্রু ঝরে।

দিনের বেলা আলোর খেলা
আঁধার পটে তারার মেলা,
নীল আকাশে বেড়ায় ভেসে
কালো মেঘের শোকের ভেলা।