মুহম্মদ ওমর ফারুক এর রোজনামচা
আমার ছন্নছড়া লেখাগুলো নিয়ে এ ক্ষুদ্র আয়োজন...
পৃষ্ঠাসমূহ
হোম
কবিতা
গল্প
রম্য
অণুকথা
বিবিধ
ছড়া
মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫
আদিম প্রাণ
হারিয়ে গেছে আজকে আমার
সকালবেলার সুর,
ঘুমের ঘোরে আর দেখি না
জান্নাতি সব হুর।
আর দেখি না ফুলবাগানে
সদ্য ফোটা ফুল,
বাক্সবন্দি বিবেক আমার
ফুটায় না আর হুল।
আরও পড়ুন »
বন্ধু সে তো
বন্ধু সে তো সুখের সাথী
দুখের অাঁধার তারা,
শব্দসুখে রথের সাথী
মরুর ঝরণা ধারা।
বন্ধু সে তো গোপন আপন
অমর কাব্যকলি,
দেয় গো যেজন জনম তীরে
স্বীয় স্বার্থ বলি।
আরও পড়ুন »
রবিবার, ৭ জুন, ২০১৫
মানুষ
আজব দেশের আজব মানুষ
আজব বাড়ি ঘর,
বিবেক নামের চতুর্ভুজে
মস্ত গহ্বর।
মানুষ নামের খোলসগুলো
ফাঁপা বরাক বাঁশ,
চিমসে যাওয়া চামড়া গায়ে
জিন্দা লাশের বাস।
আরও পড়ুন »
শুক্রবার, ১৫ মে, ২০১৫
৩ টি হাইকু
*হাইকু---১
শব্দদেবতার
কোলাহল ছাপিয়ে আজ
আত্মার দীর্ঘশ্বাস।
*হাইকু---২
দয়িতার ভালে
দয়িতের প্রলম্বিত
বিদায়ী চুম্বন।
*হাইকু---৩
মধুমক্ষিকার
একরাশ সরস হাসি আর
ধূমায়িত চা।
★স্বরবৃত্তে মাত্রা গণনা করা হয়েছে।
শনিবার, ৯ মে, ২০১৫
লিমেরিক---২
★স্বপ্ন★
আঁধার পটে স্বপ্ন আঁকা
সুখের সালাদ লঙ্কা মাখা,
স্বাদের সাথে
মন যে মাতে
স্বপন তরী তবু ফাঁকা।
৯ই মে ২০১৫ইং
শুক্রবার, ৮ মে, ২০১৫
লিমেরিক---১
*বঙ্গে*
★★★
বিধাতার খুনসুটি সঙ্গে
কৃষকের ঘামে ভেজা অঙ্গে
হে বিশ্বস্বামী
ধন্য যে আমি
জন্মেছি তব এ বঙ্গে।
বুধবার, ৬ মে, ২০১৫
অবনির সন্তান
বসুধার আর্দ্র মাটিতে মেটে
মানুষের ঘামের ঘ্রাণ,
শ্রমিকের ওম-তাপে ফুলে ফেঁপে
উঠা ধনীর দালান।
মানুষের মাঝে গজিয়া উঠেছে
কত ব্যবধান,
মুসাফির আমি খুঁজে যাই শুধু
সমতার সমাধান।
চাই না ক আমি বিলাসী জীবন
অসম অবদান,
দেখাবো না কোনো শব্দের ভুবন
আবেগী আহ্বান।
আরও পড়ুন »
মঙ্গলবার, ৫ মে, ২০১৫
বিভিন্ন পত্রিকার সাহিত্য বিভাগে লেখা পাঠানোর ই-মেইল এড্রেস...
পত্রিকা দিন পাতারনাম ইমেল অ্যাড্রেস
প্রথম আলো শুক্রবার গোল্লাছুট
gollachut@prothom-alo.info
কালের কন্ঠ শনিবার টুনটুন টিনটিন
আরও পড়ুন »
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
হোম
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)