শুক্রবার, ১৫ মে, ২০১৫

৩ টি হাইকু

*হাইকু---১

শব্দদেবতার
কোলাহল ছাপিয়ে আজ
আত্মার দীর্ঘশ্বাস।

*হাইকু---২

দয়িতার ভালে
দয়িতের প্রলম্বিত
বিদায়ী চুম্বন।

*হাইকু---৩

মধুমক্ষিকার
একরাশ সরস হাসি আর
ধূমায়িত চা।

★স্বরবৃত্তে মাত্রা গণনা করা হয়েছে।

শনিবার, ৯ মে, ২০১৫

লিমেরিক---২

★স্বপ্ন★

আঁধার পটে স্বপ্ন আঁকা
সুখের সালাদ লঙ্কা মাখা,
স্বাদের সাথে
মন যে মাতে
স্বপন তরী তবু ফাঁকা।

৯ই মে ২০১৫ইং

শুক্রবার, ৮ মে, ২০১৫

লিমেরিক---১



*বঙ্গে*

★★★

বিধাতার খুনসুটি সঙ্গে

কৃষকের ঘামে ভেজা অঙ্গে

হে বিশ্বস্বামী

ধন্য যে আমি

জন্মেছি তব এ বঙ্গে।

বুধবার, ৬ মে, ২০১৫

অবনির সন্তান




বসুধার আর্দ্র মাটিতে মেটে
মানুষের ঘামের ঘ্রাণ,
শ্রমিকের ওম-তাপে ফুলে ফেঁপে
উঠা ধনীর দালান।

মানুষের মাঝে গজিয়া উঠেছে
কত ব্যবধান,
মুসাফির আমি খুঁজে যাই শুধু
সমতার সমাধান।

চাই না ক আমি বিলাসী জীবন
অসম অবদান,
দেখাবো না কোনো শব্দের ভুবন
আবেগী আহ্বান।

মঙ্গলবার, ৫ মে, ২০১৫

বিভিন্ন পত্রিকার সাহিত্য বিভাগে লেখা পাঠানোর ই-মেইল এড্রেস...



পত্রিকা দিন পাতারনাম ইমেল অ্যাড্রেস

প্রথম আলো শুক্রবার গোল্লাছুট

gollachut@prothom-alo.info

কালের কন্ঠ শনিবার টুনটুন টিনটিন

সোমবার, ৪ মে, ২০১৫

ক্ষমা



রাতের আঁধারে মনের মিনারে 

ব্যথা বুকে কাঁদি একা, 

জানে অন্তর্যামী কত পাপী আমি 

কপালে নাই ক্ষমা লেখা। 




সেকেলে রাত মিটে না যে স্বাদ 

বলছে যে চাঁদ কথা, 

হৃদয় চিতায় দাওগো চাপা 

মনের সকল ব্যথা।

★অণুকথা--৩



ভুল করার মাঝেও একপ্রকার 

মাধুর্য আছে, যা সবাই 

ধরতে পারে না।

*****************

---------মুহাম্মদ ওমর ফারুক----------

★অণুকথা-২



আত্মতুষ্টির চেয়ে আত্মমর্যাদা বড়।


কেননা আত্মমর্যাদাবোধের মধ্যেই


আত্মতুষ্টি নিহিত থাকে।


-------------------------------------------


মুহাম্মদ ওমর ফারুক---

★অণুকথা-১



অতীতকে ভুলে যাওয়াই ভালো;

কিন্তু অতীতের

শিক্ষা ভুলে যাওয়া উচিৎ নয়,,,

------------------------------------------

মুহাম্মদ ওমর ফারুক —