শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫

সভ্যতার সংকট

গাজার বুকে ইসরাইলের
নব অভিষেক,
অনশনে শ্রান্ত আকাশ
ক্লান্ত কোমল মেঘ।

ঈমান কামান মুখোমুখি
রক্তে ভেজা লাশ,
অস্ত্র দ্বারা করছে ওরা
ইতিহাসের চাষ।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

টোকাই

দুনিয়া নামের আজবঘরে
টোকাই আজব জীব,
আজব আমার খাতার পাতা
নীল কলমের নিব।

ওদের কথা লিখতে বসে
পাই না প্রাণের সায়,
হৃদয় আমার যায় কেঁদে যায়
শব্দশূন্যতায়।

বেনামাজি কবি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ
সবার সেরা নবী,
জগৎ মাঝে সবচে’ পাপী
আমি অধম কবি।

হিমালয়ের পাহাড় সমান
উঁচু আমার পাপ,
জানি না গো মাওলা আমার
করবে কিনা মাফ।

বিদেহীর ফরিয়াদ

আমি যাযাবর চির বর্বর
ভয়াল বিবরে বাস,
বিবেকের বাসা ভাঙিয়া করেছি
পাতকীর পাপ চাষ।

যাপিত জীবনে অতি গোপনে
করেছি গো কত পাপ,
অভিশাপ শত কুড়ায়ে করেছি
সত্যের অপলাপ।

তেলাপোকা

আমার জানামতে, গতরাতে জীবনে
প্রথম একখানা তেলাপোকা খতম
করলাম। যদিও নিজের অজান্তেই
পায়ে পিষে দিয়েছি, তবু মেরেছি
তো। পটাশ করে শব্দ হতেই পা
সরিয়ে বেচারার (বেচারিও হতে
পারে, লিঙ্গভেদ জানা নেই) মিশমিশে কালো রসালো
লাশ আবিষ্কার করি। শূন্যে
লাফিয়ে প্রায় জ্ঞান হারিয়ে
ফেলেছিলুম; ভয়ে নাকি ঘৃণায়
বলতে পারিনা, তবে অমন একখান
লাফ হাই জাম্পে দিতে পারলে
নির্ঘাত ফার্স্ট বনে যেতুম।

সেদিনগুলো

আবার যদি হতাম ছোট
শুতাম মায়ের কোলে,
ছোট্ট ভুলে ঝড় তুলতাম
দুষ্ট দিদির চুলে।

ষোল আনা দস্যিপানায়
কাটতো আমার দিন,
আজ কেন হায় সুখের ভেলা
দুখের জলে লীন।

বাংলা ভাষা

ফেব্রুয়ারির একুশ তারিখ
আসলো আবার ফিরে,
স্বপ্নচারীর স্বপ্ন কত
বাংলা ভাষা ঘিরে।

এ ভাষার মান রাখলো যারা
কলজে ছেঁচা খুনে,
জিন্দা তারা ধ্রুবতারা
মনের গহীন কোণে।

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫

বিধাতার আদালতে...

বিধাতার আদালত থেকে বলছি
আমি এক হতভাগা বাঙালি বিদেহী
এক বুক স্বপ্ন যার শ্রাবণের ধারার
মতো ঝরে পড়েছে ভূতলে।

যার অন্তিম চিৎকার হাহাকার
তোলে নি জালিমের হৃদয়ে,
অযাচিত বিধায় পৌছায় নি অবনির
আদালতে।

সোমবার, ২০ এপ্রিল, ২০১৫

কুমড়ো ফুলের বাসর

ঈশান কোণে কালো মেঘের শোকের মিছিল।বাংলার সুনীল সুবিশাল আকাশে মেঘবালিকাদের অবাধ ছুটোছুটি।কিছুক্ষণ পরই হয়তো তাদের যৌবন অমৃতরস হয়ে ঝরে পড়বে তৃষ্ণিত বসুধার বক্ষে।তাইতো বনের পাখিগুলোরনীড়ে ফেরার এত
তাড়া।
তাড়া নেই শুধু তারুণ্য দাসের।পাহাড়ের গায়ে হাত-পা ছড়িয়ে আনমনে বনপানে তাকিয়ে আছে।

ভ্রান্তি বিলাস

তরুলতার ফাঁক ফোকরে
সূয্যিমামা ঝিলিক মারে,
কখনো বা গগন চিরে
নীল নীলিমার অশ্রু ঝরে।

দিনের বেলা আলোর খেলা
আঁধার পটে তারার মেলা,
নীল আকাশে বেড়ায় ভেসে
কালো মেঘের শোকের ভেলা।

জ্বলজ্বল শুকতারা

আজ তুমি ক্ষুদ্র স্বার্থে 
ভাঙছ মায়ের মন,
ভেবে দেখ তিনিই তোমার
সবচেয়ে আপন জন।

আজ তুমি সুখের বশে
করছ যারে পর,
ভেবে দেখ তিনি ছাড়া
জীবন বালুচর।

স্বাধীনচেতা নেতা

দুর্নীতি হায় চারদিকে ভাই
পাই না কোনো দিশ,
দুর্নীতি নয় এ যেন হায়
কালনাগিনীর বিষ।

কালো টাকার বিরাট পাহাড়
সামনে ওরা নত,
এলোচুলে পাক ধরেছে
টাক পড়েছে কত।

তবু ওদের দুর্নীতিতে
খ্যাতি জগৎজোড়া,
ওদের জোরে বাংলা আমার
দুর্নীতিতে সেরা।

কালো টাকায় মিটায় ওরা
সবুজ মনের দাম,
বুকে বাজে ব্যথার বাদ্য
মোদের বিধি বাম।

নাই-বা মানো তবু শোনো
ওরাই দেশের নেতা,
স্বাধীন দেশে আমরা তো নয়
ওরাই স্বাধীনচেতা।