বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

বেনামাজি কবি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ
সবার সেরা নবী,
জগৎ মাঝে সবচে’ পাপী
আমি অধম কবি।

হিমালয়ের পাহাড় সমান
উঁচু আমার পাপ,
জানি না গো মাওলা আমার
করবে কিনা মাফ।


ছন্নছাড়া কাব্য ছড়া
লেখাই আমার হবি,
বুকের ভেতর বাজনা বাজে
বেনামাজি কবি।

ভব্য নামের কাব্য লিখে
পাইনা কেন সুখ,
মুয়াজ্জিনের আযান শুনেই
ভরে যে যায় বুক।

তাই তো প্রভু চাইছি ক্ষমা
দূর করো এ অমা,
ইতর কর্মে দাওগো দাঁড়ি
আর দিয়ো না কমা।

মলয় সমীর লাগাও প্রভু
আমার আদুল গায়,
স্নেহসুধায় সিক্ত করো
রিক্ত করো দায়।

কাব্যরসিক প্রভু তুমি
মাফ করে দাও মোরে,
সাগ্রহে আজ দূর করো লাজ
সান্ধ্যকালীন সুরে।


১৯/১২/২০১৪ইং

1 টি মন্তব্য:

  1. স্বরবৃত্ত ছন্দে দারুণ এক ইসলামিক কবিতা ,আমার কাছে অনেক ভাল লাগল

    উত্তরমুছুন