শুক্রবার, ১০ জুন, ২০১৬

যতদিন যৌবন ততদিন ঈশ্বর নেই

উহ্! কি অসহ্য যন্ত্রণার
অদৃশ্য মসলিনে মোড়ানো
আমার চারপাশ,
প্রকৃতির সেতারের সুরমূর্ছনা
উদগ্র উত্তেজনা জাগায়
শিরায় উপশিরায়,
খেলে যায় অশরীরী শিহরণ।
ভালোবাসার ভগ্নাবশেষেও
অবশেষে মাথাচাড়া দেয়
কামদেবের জাগ্রত বিগ্রহ।
শুভবুদ্ধির ব্রহ্মতালুতে উঠে
অাচমকা হেচকি,
অতঃপর নিরলস শ্রমে---
নিঃশব্দে কাম আসে
কবিতার পাশ কাটিয়ে।


পাংখাবরদার

পৃথিবীর পোঁদে ---
লাথি মারি আমি অবিরত।
অযথা গৎবাঁধা জীবনাচারে
লিপ্ত যারা তাদের মত্ত মাথায়
নিরুদ্বেগ নিরবতায় বিবেক হেগে যায়
অবিশ্রাম অবিমিশ্র ঘৃণায়।
ভদ্রতার তোয়াক্কা না করে
নাক খোঁটা খ্যাপশা খুড়োর
খাপছাড়া বদভ্যাসের মতো
পৃথিবীর চিরায়ত নিয়ম।
ভাগ্যের ভানুমতির খেলে
খিঁচিয়ে আছে মন ও মেজাজ,
কুঁচকে থাকে থকথকে মগজ।

বিধাতার বৃদ্ধ পৃথিবীতে
উদ্ধত উভচর আমি;
বাস্তবতার উষ্ণ উম্মা
গালে যার জ্বালা ধরায়।
নসিবের নোংরা নর্দমায়
ফেলে দেয়া এঁটো অালু ভাজির
মতো লেপ্টে আছে যার
অন্তহীন অভুক্ত অস্তিত্ব।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫

অাশাহীন সনাতন

সন্ধ্যার অন্ধকার ছাপিয়ে---
দেহ দেবতার ব্যভিচার।
হৃদয়ের রোয়াকে বাজে---
বেদনার এসরাজ।

স্ট্যাটাস-১


সকল পরিচিত, অপরিচিত, অর্ধপরিচিত, সদ্য পরিচিত সকল বন্ধুদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অাগাম আন্তরিক শুভেচ্ছা। সকলের জীবনের প্রতিটি দিন হয়ে উঠুক ঈদের দিনের মতোই আনন্দঘন। প্রগাঢ় প্রশান্তির সুকুমার শিখাগ্নিতে পুড়ে যাক যাপিত জীবনের রকমারি যাতনা। ফ্লোরোসেন্ট

অনুভূতি/স্ট্যাটাস-১


অবশেষে আবিষ্কার করলাম, আমি অটিস্টিক, বুদ্ধি প্রতিবন্ধী। যার যোগ্যতা বলে কিছু নেই, উপস্থিত বুদ্ধি নেই, নেই সত্য বলার সৎ সাহস। যার জীবন শুধু ব্যর্থতার নিরন্ধতায় পরিপূর্ণ। যে কিনা অনাগত ভবিষ্যতের সুখস্বপ্নে বিভোর ছিল এতদিন, আজ যার আশার আভা আঁধারে সেঁধিয়েছে।
অধ্যবসায় আর আশার মিশেলে ছোট্ট ছোট্ট শক্ত ইটের পোক্ত গাঁথুনিতে তৈরি আমার আত্মবিশ্বাসের অাকাশচুম্বি অট্টালিকা রূঢ় বাস্তবতার ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে গেছে।

মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫

শ্মশানচারী


এখন যেখানে বসে আছি এককালে সেটা নাকি শ্মশান ছিল! এখন অবশ্য চারণভূমি। তবে প্রায় রাত্রেই নাকি অদ্ভূত কতক আলোকগুচ্ছ এখানটায় ছুটোছুটি করতে দেখা যায়!!!

তুমুল বাতাস বইছে। মনে হচ্ছে যেন শত সহস্র প্রেতাত্মার একটানা দীর্ঘশ্বাস।

ইস্পাত (নিকোলাই অস্ত্রভস্কি)


মরবার মতো একটি সত্যিকার আদর্শ থাকলে মানুষ মরতে কুন্ঠিত হয় না। আদর্শই মানুষকে শক্তি জোগায়।"
               -----নিকোলাই অস্ত্রভস্কি

রুদ্ধশ্বাসে শেষ করলাম নিকোলাই অস্ত্রভস্কির 'ইস্পাত' উপন্যাসটি।
বয়সের তুলনায় জীবনে কম উপন্যাস পড়িনি। এদের মাঝে হাতে গুনা কয়েকটি উপন্যাসই অন্তরে আঁক কষতে পেরেছে। সদ্য পঠিত 'ইস্পাত' উপন্যাসটিও যে তাদের তালিকায় নাম লিখিয়ে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

অবসর


অভিজ্ঞতার অপ্রতুলতা ও জ্ঞানের যথেষ্ট সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সবসময় সাধ্যাতীত সুপরিসর শৈল্পিক পোষ্ট করতে চেষ্টা করেছি। স্বল্প হলেও সর্বগ্রহণযোগ্য অন্তত অনুক্ত অমূল্য একটি  মেসেজ সংবলিত পোষ্টের আকাঙ্ক্ষা বরাবরই ছিল । অযথা সস্তা বস্তাপচা বুলি কপচানো আমার আত্ম নীতির পরিপন্থী। নিজে অগোছালো আর অপরিপাটি হলেও নিজের টাইমলাইন সদা পরিচ্ছন্ন রাখার পক্ষপাতী আমি।