বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫

অাশাহীন সনাতন

সন্ধ্যার অন্ধকার ছাপিয়ে---
দেহ দেবতার ব্যভিচার।
হৃদয়ের রোয়াকে বাজে---
বেদনার এসরাজ।

স্ট্যাটাস-১


সকল পরিচিত, অপরিচিত, অর্ধপরিচিত, সদ্য পরিচিত সকল বন্ধুদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অাগাম আন্তরিক শুভেচ্ছা। সকলের জীবনের প্রতিটি দিন হয়ে উঠুক ঈদের দিনের মতোই আনন্দঘন। প্রগাঢ় প্রশান্তির সুকুমার শিখাগ্নিতে পুড়ে যাক যাপিত জীবনের রকমারি যাতনা। ফ্লোরোসেন্ট

অনুভূতি/স্ট্যাটাস-১


অবশেষে আবিষ্কার করলাম, আমি অটিস্টিক, বুদ্ধি প্রতিবন্ধী। যার যোগ্যতা বলে কিছু নেই, উপস্থিত বুদ্ধি নেই, নেই সত্য বলার সৎ সাহস। যার জীবন শুধু ব্যর্থতার নিরন্ধতায় পরিপূর্ণ। যে কিনা অনাগত ভবিষ্যতের সুখস্বপ্নে বিভোর ছিল এতদিন, আজ যার আশার আভা আঁধারে সেঁধিয়েছে।
অধ্যবসায় আর আশার মিশেলে ছোট্ট ছোট্ট শক্ত ইটের পোক্ত গাঁথুনিতে তৈরি আমার আত্মবিশ্বাসের অাকাশচুম্বি অট্টালিকা রূঢ় বাস্তবতার ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে গেছে।

মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫

শ্মশানচারী


এখন যেখানে বসে আছি এককালে সেটা নাকি শ্মশান ছিল! এখন অবশ্য চারণভূমি। তবে প্রায় রাত্রেই নাকি অদ্ভূত কতক আলোকগুচ্ছ এখানটায় ছুটোছুটি করতে দেখা যায়!!!

তুমুল বাতাস বইছে। মনে হচ্ছে যেন শত সহস্র প্রেতাত্মার একটানা দীর্ঘশ্বাস।

ইস্পাত (নিকোলাই অস্ত্রভস্কি)


মরবার মতো একটি সত্যিকার আদর্শ থাকলে মানুষ মরতে কুন্ঠিত হয় না। আদর্শই মানুষকে শক্তি জোগায়।"
               -----নিকোলাই অস্ত্রভস্কি

রুদ্ধশ্বাসে শেষ করলাম নিকোলাই অস্ত্রভস্কির 'ইস্পাত' উপন্যাসটি।
বয়সের তুলনায় জীবনে কম উপন্যাস পড়িনি। এদের মাঝে হাতে গুনা কয়েকটি উপন্যাসই অন্তরে আঁক কষতে পেরেছে। সদ্য পঠিত 'ইস্পাত' উপন্যাসটিও যে তাদের তালিকায় নাম লিখিয়ে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

অবসর


অভিজ্ঞতার অপ্রতুলতা ও জ্ঞানের যথেষ্ট সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সবসময় সাধ্যাতীত সুপরিসর শৈল্পিক পোষ্ট করতে চেষ্টা করেছি। স্বল্প হলেও সর্বগ্রহণযোগ্য অন্তত অনুক্ত অমূল্য একটি  মেসেজ সংবলিত পোষ্টের আকাঙ্ক্ষা বরাবরই ছিল । অযথা সস্তা বস্তাপচা বুলি কপচানো আমার আত্ম নীতির পরিপন্থী। নিজে অগোছালো আর অপরিপাটি হলেও নিজের টাইমলাইন সদা পরিচ্ছন্ন রাখার পক্ষপাতী আমি।

আদিম প্রাণ


হারিয়ে গেছে আজকে আমার
সকালবেলার সুর,
ঘুমের ঘোরে আর দেখি না
জান্নাতি সব হুর।

আর দেখি না ফুলবাগানে
সদ্য ফোটা ফুল,
বাক্সবন্দি বিবেক আমার
ফুটায় না আর হুল।

বন্ধু সে তো


বন্ধু সে তো সুখের সাথী
দুখের অাঁধার তারা,
শব্দসুখে রথের সাথী
মরুর ঝরণা ধারা।

বন্ধু সে তো গোপন আপন
অমর কাব্যকলি,
দেয় গো যেজন জনম তীরে
স্বীয় স্বার্থ বলি।

রবিবার, ৭ জুন, ২০১৫

মানুষ

আজব দেশের আজব মানুষ
আজব বাড়ি ঘর,
বিবেক নামের চতুর্ভুজে
মস্ত গহ্বর।

মানুষ নামের খোলসগুলো
ফাঁপা বরাক বাঁশ,
চিমসে যাওয়া চামড়া গায়ে
জিন্দা লাশের বাস।

শুক্রবার, ১৫ মে, ২০১৫

৩ টি হাইকু

*হাইকু---১

শব্দদেবতার
কোলাহল ছাপিয়ে আজ
আত্মার দীর্ঘশ্বাস।

*হাইকু---২

দয়িতার ভালে
দয়িতের প্রলম্বিত
বিদায়ী চুম্বন।

*হাইকু---৩

মধুমক্ষিকার
একরাশ সরস হাসি আর
ধূমায়িত চা।

★স্বরবৃত্তে মাত্রা গণনা করা হয়েছে।

শনিবার, ৯ মে, ২০১৫

লিমেরিক---২

★স্বপ্ন★

আঁধার পটে স্বপ্ন আঁকা
সুখের সালাদ লঙ্কা মাখা,
স্বাদের সাথে
মন যে মাতে
স্বপন তরী তবু ফাঁকা।

৯ই মে ২০১৫ইং

শুক্রবার, ৮ মে, ২০১৫

লিমেরিক---১



*বঙ্গে*

★★★

বিধাতার খুনসুটি সঙ্গে

কৃষকের ঘামে ভেজা অঙ্গে

হে বিশ্বস্বামী

ধন্য যে আমি

জন্মেছি তব এ বঙ্গে।

বুধবার, ৬ মে, ২০১৫

অবনির সন্তান




বসুধার আর্দ্র মাটিতে মেটে
মানুষের ঘামের ঘ্রাণ,
শ্রমিকের ওম-তাপে ফুলে ফেঁপে
উঠা ধনীর দালান।

মানুষের মাঝে গজিয়া উঠেছে
কত ব্যবধান,
মুসাফির আমি খুঁজে যাই শুধু
সমতার সমাধান।

চাই না ক আমি বিলাসী জীবন
অসম অবদান,
দেখাবো না কোনো শব্দের ভুবন
আবেগী আহ্বান।

মঙ্গলবার, ৫ মে, ২০১৫

বিভিন্ন পত্রিকার সাহিত্য বিভাগে লেখা পাঠানোর ই-মেইল এড্রেস...



পত্রিকা দিন পাতারনাম ইমেল অ্যাড্রেস

প্রথম আলো শুক্রবার গোল্লাছুট

gollachut@prothom-alo.info

কালের কন্ঠ শনিবার টুনটুন টিনটিন

সোমবার, ৪ মে, ২০১৫

ক্ষমা



রাতের আঁধারে মনের মিনারে 

ব্যথা বুকে কাঁদি একা, 

জানে অন্তর্যামী কত পাপী আমি 

কপালে নাই ক্ষমা লেখা। 




সেকেলে রাত মিটে না যে স্বাদ 

বলছে যে চাঁদ কথা, 

হৃদয় চিতায় দাওগো চাপা 

মনের সকল ব্যথা।

★অণুকথা--৩



ভুল করার মাঝেও একপ্রকার 

মাধুর্য আছে, যা সবাই 

ধরতে পারে না।

*****************

---------মুহাম্মদ ওমর ফারুক----------

★অণুকথা-২



আত্মতুষ্টির চেয়ে আত্মমর্যাদা বড়।


কেননা আত্মমর্যাদাবোধের মধ্যেই


আত্মতুষ্টি নিহিত থাকে।


-------------------------------------------


মুহাম্মদ ওমর ফারুক---

★অণুকথা-১



অতীতকে ভুলে যাওয়াই ভালো;

কিন্তু অতীতের

শিক্ষা ভুলে যাওয়া উচিৎ নয়,,,

------------------------------------------

মুহাম্মদ ওমর ফারুক —

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫

সভ্যতার সংকট

গাজার বুকে ইসরাইলের
নব অভিষেক,
অনশনে শ্রান্ত আকাশ
ক্লান্ত কোমল মেঘ।

ঈমান কামান মুখোমুখি
রক্তে ভেজা লাশ,
অস্ত্র দ্বারা করছে ওরা
ইতিহাসের চাষ।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

টোকাই

দুনিয়া নামের আজবঘরে
টোকাই আজব জীব,
আজব আমার খাতার পাতা
নীল কলমের নিব।

ওদের কথা লিখতে বসে
পাই না প্রাণের সায়,
হৃদয় আমার যায় কেঁদে যায়
শব্দশূন্যতায়।

বেনামাজি কবি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ
সবার সেরা নবী,
জগৎ মাঝে সবচে’ পাপী
আমি অধম কবি।

হিমালয়ের পাহাড় সমান
উঁচু আমার পাপ,
জানি না গো মাওলা আমার
করবে কিনা মাফ।

বিদেহীর ফরিয়াদ

আমি যাযাবর চির বর্বর
ভয়াল বিবরে বাস,
বিবেকের বাসা ভাঙিয়া করেছি
পাতকীর পাপ চাষ।

যাপিত জীবনে অতি গোপনে
করেছি গো কত পাপ,
অভিশাপ শত কুড়ায়ে করেছি
সত্যের অপলাপ।

তেলাপোকা

আমার জানামতে, গতরাতে জীবনে
প্রথম একখানা তেলাপোকা খতম
করলাম। যদিও নিজের অজান্তেই
পায়ে পিষে দিয়েছি, তবু মেরেছি
তো। পটাশ করে শব্দ হতেই পা
সরিয়ে বেচারার (বেচারিও হতে
পারে, লিঙ্গভেদ জানা নেই) মিশমিশে কালো রসালো
লাশ আবিষ্কার করি। শূন্যে
লাফিয়ে প্রায় জ্ঞান হারিয়ে
ফেলেছিলুম; ভয়ে নাকি ঘৃণায়
বলতে পারিনা, তবে অমন একখান
লাফ হাই জাম্পে দিতে পারলে
নির্ঘাত ফার্স্ট বনে যেতুম।

সেদিনগুলো

আবার যদি হতাম ছোট
শুতাম মায়ের কোলে,
ছোট্ট ভুলে ঝড় তুলতাম
দুষ্ট দিদির চুলে।

ষোল আনা দস্যিপানায়
কাটতো আমার দিন,
আজ কেন হায় সুখের ভেলা
দুখের জলে লীন।

বাংলা ভাষা

ফেব্রুয়ারির একুশ তারিখ
আসলো আবার ফিরে,
স্বপ্নচারীর স্বপ্ন কত
বাংলা ভাষা ঘিরে।

এ ভাষার মান রাখলো যারা
কলজে ছেঁচা খুনে,
জিন্দা তারা ধ্রুবতারা
মনের গহীন কোণে।

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫

বিধাতার আদালতে...

বিধাতার আদালত থেকে বলছি
আমি এক হতভাগা বাঙালি বিদেহী
এক বুক স্বপ্ন যার শ্রাবণের ধারার
মতো ঝরে পড়েছে ভূতলে।

যার অন্তিম চিৎকার হাহাকার
তোলে নি জালিমের হৃদয়ে,
অযাচিত বিধায় পৌছায় নি অবনির
আদালতে।

সোমবার, ২০ এপ্রিল, ২০১৫

কুমড়ো ফুলের বাসর

ঈশান কোণে কালো মেঘের শোকের মিছিল।বাংলার সুনীল সুবিশাল আকাশে মেঘবালিকাদের অবাধ ছুটোছুটি।কিছুক্ষণ পরই হয়তো তাদের যৌবন অমৃতরস হয়ে ঝরে পড়বে তৃষ্ণিত বসুধার বক্ষে।তাইতো বনের পাখিগুলোরনীড়ে ফেরার এত
তাড়া।
তাড়া নেই শুধু তারুণ্য দাসের।পাহাড়ের গায়ে হাত-পা ছড়িয়ে আনমনে বনপানে তাকিয়ে আছে।

ভ্রান্তি বিলাস

তরুলতার ফাঁক ফোকরে
সূয্যিমামা ঝিলিক মারে,
কখনো বা গগন চিরে
নীল নীলিমার অশ্রু ঝরে।

দিনের বেলা আলোর খেলা
আঁধার পটে তারার মেলা,
নীল আকাশে বেড়ায় ভেসে
কালো মেঘের শোকের ভেলা।

জ্বলজ্বল শুকতারা

আজ তুমি ক্ষুদ্র স্বার্থে 
ভাঙছ মায়ের মন,
ভেবে দেখ তিনিই তোমার
সবচেয়ে আপন জন।

আজ তুমি সুখের বশে
করছ যারে পর,
ভেবে দেখ তিনি ছাড়া
জীবন বালুচর।

স্বাধীনচেতা নেতা

দুর্নীতি হায় চারদিকে ভাই
পাই না কোনো দিশ,
দুর্নীতি নয় এ যেন হায়
কালনাগিনীর বিষ।

কালো টাকার বিরাট পাহাড়
সামনে ওরা নত,
এলোচুলে পাক ধরেছে
টাক পড়েছে কত।

তবু ওদের দুর্নীতিতে
খ্যাতি জগৎজোড়া,
ওদের জোরে বাংলা আমার
দুর্নীতিতে সেরা।

কালো টাকায় মিটায় ওরা
সবুজ মনের দাম,
বুকে বাজে ব্যথার বাদ্য
মোদের বিধি বাম।

নাই-বা মানো তবু শোনো
ওরাই দেশের নেতা,
স্বাধীন দেশে আমরা তো নয়
ওরাই স্বাধীনচেতা।