মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫

বিধাতার আদালতে...

বিধাতার আদালত থেকে বলছি
আমি এক হতভাগা বাঙালি বিদেহী
এক বুক স্বপ্ন যার শ্রাবণের ধারার
মতো ঝরে পড়েছে ভূতলে।

যার অন্তিম চিৎকার হাহাকার
তোলে নি জালিমের হৃদয়ে,
অযাচিত বিধায় পৌছায় নি অবনির
আদালতে।


কতটা নিঠুর এ ধরণী, অবনির সন্তান
প্রস্তরও কি অতটা কঠিন?
অন্তরীণ জলও তো তার বুক চিরে
মাহাত্ম্যের গান করে,
বুকবিদ্ধ শরও তো তার শিকারের
রঙে নিজেকে রাঙায়।

তবে ওরা কেন ভিন্ন?
যারা পেট্রোল বোমায় আমায়
পোড়ায়,
আদিম উম্মাদনায় আঘাত হানে
প্রাকাদিম স্বপ্নচূড়ায়।

আজ আমি স্বপ্ন ভাঙার
গান গাইতে আসি নি,
এসেছি বিধাতার কাছে
বিদেহী ফরিয়াদি হয়ে।

নয়ন নিংড়ানো শেষ নোনাজলে
লিখতে এসেছি আমার আর্জিনামা,
পেশ করতে এসেছি তা
বিধাতার আদালতে রক্তের
দস্তখতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন