বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

বাংলা ভাষা

ফেব্রুয়ারির একুশ তারিখ
আসলো আবার ফিরে,
স্বপ্নচারীর স্বপ্ন কত
বাংলা ভাষা ঘিরে।

এ ভাষার মান রাখলো যারা
কলজে ছেঁচা খুনে,
জিন্দা তারা ধ্রুবতারা
মনের গহীন কোণে।


নেইকো কিছু দেয়ার মতো
তাদের ঋণের শোধে,
মাতৃভাষায় লিখছি ছড়া
মিঠেকড়া রোদে।

বাংলা ভাষা সবার সেরা
বিধির উপহার,
বঙ্গভূমির বাংলা ভাষা
সবার অহংকার।


স্বরবৃত্ত ছন্দ
২১/০২/২০১৫ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন