মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫

শ্মশানচারী


এখন যেখানে বসে আছি এককালে সেটা নাকি শ্মশান ছিল! এখন অবশ্য চারণভূমি। তবে প্রায় রাত্রেই নাকি অদ্ভূত কতক আলোকগুচ্ছ এখানটায় ছুটোছুটি করতে দেখা যায়!!!

তুমুল বাতাস বইছে। মনে হচ্ছে যেন শত সহস্র প্রেতাত্মার একটানা দীর্ঘশ্বাস।

ইস্পাত (নিকোলাই অস্ত্রভস্কি)


মরবার মতো একটি সত্যিকার আদর্শ থাকলে মানুষ মরতে কুন্ঠিত হয় না। আদর্শই মানুষকে শক্তি জোগায়।"
               -----নিকোলাই অস্ত্রভস্কি

রুদ্ধশ্বাসে শেষ করলাম নিকোলাই অস্ত্রভস্কির 'ইস্পাত' উপন্যাসটি।
বয়সের তুলনায় জীবনে কম উপন্যাস পড়িনি। এদের মাঝে হাতে গুনা কয়েকটি উপন্যাসই অন্তরে আঁক কষতে পেরেছে। সদ্য পঠিত 'ইস্পাত' উপন্যাসটিও যে তাদের তালিকায় নাম লিখিয়ে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

অবসর


অভিজ্ঞতার অপ্রতুলতা ও জ্ঞানের যথেষ্ট সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সবসময় সাধ্যাতীত সুপরিসর শৈল্পিক পোষ্ট করতে চেষ্টা করেছি। স্বল্প হলেও সর্বগ্রহণযোগ্য অন্তত অনুক্ত অমূল্য একটি  মেসেজ সংবলিত পোষ্টের আকাঙ্ক্ষা বরাবরই ছিল । অযথা সস্তা বস্তাপচা বুলি কপচানো আমার আত্ম নীতির পরিপন্থী। নিজে অগোছালো আর অপরিপাটি হলেও নিজের টাইমলাইন সদা পরিচ্ছন্ন রাখার পক্ষপাতী আমি।

আদিম প্রাণ


হারিয়ে গেছে আজকে আমার
সকালবেলার সুর,
ঘুমের ঘোরে আর দেখি না
জান্নাতি সব হুর।

আর দেখি না ফুলবাগানে
সদ্য ফোটা ফুল,
বাক্সবন্দি বিবেক আমার
ফুটায় না আর হুল।

বন্ধু সে তো


বন্ধু সে তো সুখের সাথী
দুখের অাঁধার তারা,
শব্দসুখে রথের সাথী
মরুর ঝরণা ধারা।

বন্ধু সে তো গোপন আপন
অমর কাব্যকলি,
দেয় গো যেজন জনম তীরে
স্বীয় স্বার্থ বলি।