মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫

বন্ধু সে তো


বন্ধু সে তো সুখের সাথী
দুখের অাঁধার তারা,
শব্দসুখে রথের সাথী
মরুর ঝরণা ধারা।

বন্ধু সে তো গোপন আপন
অমর কাব্যকলি,
দেয় গো যেজন জনম তীরে
স্বীয় স্বার্থ বলি।



বন্ধু সে তো মাটির মানুষ
সুশীল দেবদাস,
বর্ষাকালের বর্ষাতি আর
বাঁচার অপার শ্বাস।

বন্ধুত্ব নয় শব্দসমর
জোয়ার ভাটার ঢেউ,
বন্ধু সেতো ধরার মাঝে---
অধরা নয় কেউ।

২টি মন্তব্য: