রবিবার, ৭ জুন, ২০১৫

মানুষ

আজব দেশের আজব মানুষ
আজব বাড়ি ঘর,
বিবেক নামের চতুর্ভুজে
মস্ত গহ্বর।

মানুষ নামের খোলসগুলো
ফাঁপা বরাক বাঁশ,
চিমসে যাওয়া চামড়া গায়ে
জিন্দা লাশের বাস।


সব খানেতে গন্ধ পঁচা
অন্ধ লোকের ঘর,
খাঁজ কাটা এক মনের ঘরে
কালবোশেখি ঝড়।

দেহের মতো মনে গন্ধ
রন্ধ্রে রন্ধ্রে বিষ,
যুক্ত করে সন্ন্যাসী আর
গোপনে ইবলিশ।

সবখানেতে গন্ধবাসী
মন্দ লোকের বাস,
কেমনে হবে ভবে তবে
পূণ্য চারার চাষ।

প্রকাশ্যতে বন্ধু সবে
সখা সুনির্মল,
আঁধার পটে উঠলে শশী
বাঈজী বাজায় মল।

নয়তো সাধু কেউ তো ওগো
নেইকো ভালোর দল,
সুযোগ পেলে আমিও ওগো
করি কোলাহল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন