বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫

অাশাহীন সনাতন

সন্ধ্যার অন্ধকার ছাপিয়ে---
দেহ দেবতার ব্যভিচার।
হৃদয়ের রোয়াকে বাজে---
বেদনার এসরাজ।

প্রেমের পাপিয়া চুপিসারে
অভিসারী হয় সুদূর দিগন্তে।
আত্মদূষণে দুষ্ট জীবনের জরায়ু
আবেগের কামনা মেটাতে অক্ষম।
আজ আমি আশাহীন সনাতন,
আকাশের কৃষ্ণপক্ষের চাঁদ
আমার সঙ্গী।
বিধাতার বিকৃত মুখভঙ্গি---
আজ আমার অচেনা নয়।
সুন্দরের সূর্য আমায়
আর আগের মতন দগ্ধ করেনা।
জীবনে আমার আর---
আতপ্ত বলে কিছু নেই।
চাওয়া পাওয়াহীন মনুষ্য পদবাচ্য
নরকের কীট আমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন