মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫

আদিম প্রাণ


হারিয়ে গেছে আজকে আমার
সকালবেলার সুর,
ঘুমের ঘোরে আর দেখি না
জান্নাতি সব হুর।

আর দেখি না ফুলবাগানে
সদ্য ফোটা ফুল,
বাক্সবন্দি বিবেক আমার
ফুটায় না আর হুল।


বদলে গেছে মিষ্টি অাবেগ
থেতলে গেছে মন,
বখে যাওয়া বিবেক আমার
উড়াল দিলো বন।

মনের মতন নেই ক স্বজন
সবাই যেন পর,
জীবন নদের চরে বাঁধে
আপন আপন ঘর।

নিঃস্ব মনের শিষ্য হয়ে
কাটে আমার কাল,
লিখতে গেলে পাই না তো আর
মনের মতন তাল।

তোমাদের এই ধরণীতে
আমিই আদিম প্রাণ,
যে জানেনা সভ্য যুগে
ভব্য নামের গান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন