বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

তেলাপোকা

আমার জানামতে, গতরাতে জীবনে
প্রথম একখানা তেলাপোকা খতম
করলাম। যদিও নিজের অজান্তেই
পায়ে পিষে দিয়েছি, তবু মেরেছি
তো। পটাশ করে শব্দ হতেই পা
সরিয়ে বেচারার (বেচারিও হতে
পারে, লিঙ্গভেদ জানা নেই) মিশমিশে কালো রসালো
লাশ আবিষ্কার করি। শূন্যে
লাফিয়ে প্রায় জ্ঞান হারিয়ে
ফেলেছিলুম; ভয়ে নাকি ঘৃণায়
বলতে পারিনা, তবে অমন একখান
লাফ হাই জাম্পে দিতে পারলে
নির্ঘাত ফার্স্ট বনে যেতুম।

তেলাপোকা নামক এ ক্ষুদে
বিদঘুটে বিটকেলের প্রতি আমার
আজন্ম ঘৃণা (ভয়ও আছে, মিছে
বলবো না)। দেখলেই গা ঘিনঘিন
করে।
যতটা হার্টভিট গতরাতে বেড়ে
গিয়েছিলো, ততটাই মানসিক
উত্তেজনা আজ অনুভব করছি।
হিটলারকে গুরু জ্ঞান করে
তেলসেনা নিধনে নেমেই যাবো
কিনা তা-ই ভাবছি,,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন