সোমবার, ২০ এপ্রিল, ২০১৫

ভ্রান্তি বিলাস

তরুলতার ফাঁক ফোকরে
সূয্যিমামা ঝিলিক মারে,
কখনো বা গগন চিরে
নীল নীলিমার অশ্রু ঝরে।

দিনের বেলা আলোর খেলা
আঁধার পটে তারার মেলা,
নীল আকাশে বেড়ায় ভেসে
কালো মেঘের শোকের ভেলা।



বনফুলের স্নিগ্ধ সুভাস
ভালবাসার দেয় যে আভাস,
বাঁশবাগানের নিবিড় নিবাস
এ যেন এক ভ্রান্তি বিলাস।

অস্তাচলে সাগর তলে
যায় যে ডুবে দিবস রবি,
কাঁচা হাতে লিখছে ছড়া
দেশের রূপে মুগ্ধ কবি।

স্নিগ্ধ রাতের চাঁদের আলো
ঘুচায় নিশির তিমির কালো,
ইচ্ছে করে বাংলা মাকে
আরো বেশি বাসি ভালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন