সোমবার, ২০ এপ্রিল, ২০১৫

স্বাধীনচেতা নেতা

দুর্নীতি হায় চারদিকে ভাই
পাই না কোনো দিশ,
দুর্নীতি নয় এ যেন হায়
কালনাগিনীর বিষ।

কালো টাকার বিরাট পাহাড়
সামনে ওরা নত,
এলোচুলে পাক ধরেছে
টাক পড়েছে কত।

তবু ওদের দুর্নীতিতে
খ্যাতি জগৎজোড়া,
ওদের জোরে বাংলা আমার
দুর্নীতিতে সেরা।

কালো টাকায় মিটায় ওরা
সবুজ মনের দাম,
বুকে বাজে ব্যথার বাদ্য
মোদের বিধি বাম।

নাই-বা মানো তবু শোনো
ওরাই দেশের নেতা,
স্বাধীন দেশে আমরা তো নয়
ওরাই স্বাধীনচেতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন